One Piece এর বেলামি রিয়েল লাইফে? Origin of Black Sam Bellamy in Bangla • Nerdy Otaku

Bellamy the Hyena
Name: Black Sam Bellamy
Born : 23 February 1689
Death : 26 April 1717
Nicknames : Prince of Pirates/Robin Hood of the Sea ...

Bellamy কে Black Sam Bellamy এর থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছে।যদিও তাদের দুজনের মধ্যে অনেক তফাৎ আছে।বাস্তব জীবনের Bellamy Robin hood এর মত ছিল।সে সবসময় ভালো ভাবে ভদ্র মানুষের পোশাক পড়ত।তাকে দেখে বুজা যাবে না সে পাইরেট।সে অন্য মানুষকে অনুপ্রানিত করত এবং শোনা যায় যে সে তার ভালোবাসার জন্য মারা গিয়েছিল।১৭১৭ সালে সে তার ভালোবাসা মারিয়ার কাছে যাওয়ার জন্য পাড়ি দেয় কিন্তু মাঝপথে ঝড়ে আটকা পড়ে এবং মারা যায়।সে সময় মারিয়ার বয়স ছিল ১৫ বছর।তার সময়কালে সে অনেক ধনী ছিল।১৯৮৪ সালে যখন তার ভাঙ্গা জাহাজ আবার পাওয়া যায় তখন তার জাহাজে ৮,৩৯৭ টি মুদ্রা,১৭ টি স্বর্ন এর বার,১৪টি স্বর্ন এর ধলা,৬,১৭৪ টি স্বর্ন এর ছোট ছোট পিস এবং প্রায় ৪০০ টির মত আফ্রিকান অলংকার ছিল।একইসাথে তিনি Forbes এর মধ্যে সর্বোচ্চ আয় করা পাইরেট।

তার একটি উক্তি -🔥
They [the Navy] vilify us, the scoundrels do, when there is only this difference, they rob the poor under the cover of law, forsooth, and we plunder the rich under the protection of our own courage.

                          Black Sam Bellamy

1 Comments

Previous Post Next Post