মার্ভেল আর ডিসি কমিকসের মধ্যে এরকম অনেক ঘটনা ঘটে থাকে যা চিন্তার বাইরে।সেগুলো থেকেই কিছু ফ্যাক্ট এখানে তুলে ধরা হলো -
⭐একবার সুপারম্যান হাচি দিয়ে একটা সোলার সিস্টেম ধ্বংস করে ফেলে🙄।
⭐ফ্ল্যাশ এত দ্রুত দৌড়াতে পারে যে সে মৃত্যুকেও পিছনে ফেলে চলে যেতে পারে।মৃত্যুও তাকে ধরতে পারে না।
⭐ Wolverine একবার তার সম্পূর্ণ শরীর রিজেনারেট করে শুধুমাত্র এক ফোঁটা রক্ত থেকে।❤️
⭐মাইকেল জ্যাকসন স্পাইডারম্যান এর এত বড় ফ্যান ছিল যে সে এই চরিত্রে অভিনয় করতে চাইত।কিন্তু তাকে এই চরিত্রে না নিলে পরে সে অনেকবার মার্ভেল কে কিনে নিতে চেয়েছিল যাতে সে স্পাইডারম্যান এর অভিনয় করতে পারে🙄।
-----
⭐Earth -3490 এর মধ্যে টনি স্টার্ক একজন মেয়ে হয়ে জন্মগ্রহণ করে এবং তার নাম থাকে নাতাশা স্টার্ক এবং পরবর্তীতে সে Iron Woman হয়।ভবিষ্যতে সে স্টিভ রজার্স অর্থাৎ ক্যাপ্টেন আমেরিকাকে বিয়ে করে যাতে করে সুপারহিরো রেজিস্ট্রেশন প্রোগ্রাম এবং সিভিল ওয়ার আটকানো যায়।
⭐কমিক এর মাঝে Barry Allen এর সর্বোচ্চ গতি হলো আলোর গতির থেকে 13 trillion সময় দ্রুত।
⭐Storm মানুষের বিশ্বাস এবং প্রার্থনা থেকে শক্তি পেতে পারে।যত বেশি মানুষ তার প্রতি বিশ্বাস করবে বা প্রার্থনা করবে তার শক্তি ততই বৃদ্ধি পাবে।
⭐ Hawkeye মার্ভেল এর প্রথম হিরো যে ডিসি কমিকের জাস্টিস লীগ অফ আমেরিকাতে যুক্ত হয়।Read Jla/Avengers#3 for details
⭐একমাত্র প্রফেসর X এবং Wolverine এই দুই জন অরিজিনাল টাইমলাইন সম্পর্কে জানে।
---
⭐ মার্ভেল প্রাইম ইউনিভার্স (পৃথিবী-৬১৬) এর পিটার পার্কারের আইকিউ লেভেল হল ২৫০ ।এবং অন্যদিকে একইসময়ে অন্য ইউনিভার্সের (পৃথিবী - ১৬১০) পিটার পার্কারের আইকিউ হল ১৪৫।
⭐ক্যাপ্টেন ব্রিটেন এর কস্টিয়ম এন্টেনা এবং ব্যাটারি এর মত কাজ করে। যার ফলে তার শক্তি শেষ হয়ে গেলে আবার ফিরে পেতে পারে।
⭐ মারকিউরির স্পিড ব্যাবহার করে sazam প্রতি সেকেন্ডে ২ মাইল যেতে পারে।
⭐ফ্যান্টাস্টিক ফোর #৫৭৩ এ বলা হয়েছে যে ভালেরিয়া রিচার্ড তার বাবা অর্থাৎ রিড রিচার্ড এর থেকেও বেশি বুদ্ধিমতী। রিড নিজেই বলছে যে ভালেরীয়া মাত্র ৩ বছর বয়সে তাকে বুদ্ধিমত্তায় অতিক্রম করে ফেলে।
⭐লবুকে মারা এতটাই কঠিন যে যখন একবার তার শরীর ধ্বংস হয়ে গিয়েছিল তখন তার আত্মা এক শামুক এর মধ্যে ঢুকে গিয়েছিল এবং পুনরায় আগের রূপে ফিরে এসেছিল।
আজ এ পর্যন্তই।যদি কমিক রিডার হয়ে থাকেন তাহলে এখনি আমাদের গ্রুপে যোগ দিন - Bangladesh Manga Readers
Tags:
Marvel & DC