Saiyan Origin In Bangla
Pinnacle - Bangladesh Anime Society
─
Overview
বলা হয় পৃথিবীতে এমন কাওকে পাওয়া যাবে না যে ড্রাগন বল এর নাম শুনে নি। ড্রাগণবল এর প্রধান চরিত্র হলো Goku. তাকে Monkey King এর আদলে বানানো হয়।কিন্তু সে জাতি হিসেবে ভিন্ন।সে একজন সাইয়ান।এদের সম্পর্কে বেশি কিছু না বলা হলেও এদের অরিজিন আজ দেওয়া হবে।
বসবাস
তারা ইউনিভার্স ৭ এর প্ল্যানেট ভিজিটাতে বসবাস করত।কিন্তু ইউনিভার্স ৬ এর সাইয়ানরা থাকে প্ল্যানেট সাদালাতে ।ইউনিভার্স ৭ এর সাইয়ান দের প্ল্যানেট ধ্বংস হওয়ার পর তারা প্ল্যানেট প্লান্ট এ থাকা Tuffles দেরকে হারিয়ে ওই প্ল্যানেট এর মধ্যে চলে যায় এবং ওটার নাম দেয় প্ল্যানেট ভেজিটা।
প্ল্যানেট ভেজিটাতে God Beerus গিয়েছিল এবং তাদের বর্বরতা দেখে ফ্রিজাকে সাইয়ানদের মারার জন্য বলে । ফ্রিজা বুঝতে পেরেছিল যে সাইয়ানরা ভবিষ্যতে তার জন্য হুমকি হবে তাই সে কিছু সাইয়ন দের বাদে (Vegeta and his group/Broly/Goku ... যাদের ব্যাপারে সে জানত না) সবাইকে মেরে ফেলে।
ইউনিভার্স ৭ এবং ইউনিভার্স ৬ এর সাইয়ান দের অনেক পার্থক্য রয়েছে।ইউনিভার্স ৭ এর সাইয়ান হল বর্বর জাতি যারা ধ্বংস ছাড়া আর কিছুই বুঝে না কিন্ত ইউনিভার্স ৬ এর সাইয়ান রা হল এর ঠিক ভিন্ন।তারা ইউনিভার্স রক্ষার জন্য কাজ করে ।
সাইয়ান দের টাফেলস দের গ্রহ আক্রমন |
কিং ভেজিটা এবং প্রিন্স ভিজিটা |
প্ল্যানেট ভিজিট |
সংস্কৃতি
সাইয়ানদেরকে জন্মের পরেই তাদের পাওয়ার লেভেল মাপা হয়।যদি তারা স্ট্যান্ডার্ড লেভেলের ওপর হয় তবে তাদেরকে যোদ্ধা হিসেবে ট্রেনিং দেওয়া হয়।আর যদি নির্দিষ্ট সময় বাদেও ওদের পাওয়ার লেভেল না বাড়ে তবে ওদেরকে ইঞ্জিনায়ার অথবা অন্যান্য প্ল্যানেট(যেগুলোতে ভবিষ্যতে তারা আক্রমণ করবে) এর মধ্যে পাঠানো হয় । যদি তারা ওই প্ল্যানেট ধ্বংস করতে পারে তবে তাদেরকে আবার তাদের সাথে নিয়ে আসা হয়।কিন্তু এরকম সাইয়ানদের বাচার সম্ভ্যবনা অতি অল্প।
সাইয়ান রা প্রাকৃতিকভাবে উড়তে পারে না। হয়ত তারা অন্যের কাছ থেকে শিখে নয়ত নিজে নিজে চেষ্টা করে শিখে।বেশিরভাগ সাইয়ান রাই পাওয়ার বাড়ানোর জন্য কিছু করে নি।অল্প সংখ্যক সাইয়ান আছে যারা শক্তির জন্য ট্রেনিং নেয়। সাইয়ানদের Pride জন্ম থেকেই উচু।
মিলিটারি শক্তি
সাইয়ান দের আর্মির নাম হল "সাইয়ান আর্মি"।সাইয়ান শিশুদেরকে জন্ম থেকেই এই আর্মির জন্য ট্রেনিং দেওয়া হয়।তাদের ৩ টি লেভেল রয়েছে।
১/Low Class - প্রায় সকল সাইয়ান রা এই লেভেলের।
২/Mid Class- মাত্র ১০ টির মত সাইয়ান এই ক্লাসে রয়েছে।
৩/Elite class-এই ক্লাসে কেবল কিং ভেজিটা এবং প্রিন্স ভেজিটা রয়েছে।
এই পুরো আর্মি ফ্রিজার হাতে ধ্বংস হয়।
Type Of Saiyan's
- Ancient Saiyan's
এরা অনেক আগে ছিল এবং এদের Ki বর্তমান সময়ের সাইয়ান দের থেকে ভিন্ন এবং তারা সুপার সাইয়ান ১/২/৩ এবং গ্রেট এপ এ ট্রান্সফর্ম হতে পারত।এই সাইয়ানদের একজনই প্রথম সুপার সাইয়ান এবং সুপার সাইয়ান গড হয়েছিল।Cumber কিন্তু এরই অংশ এবং তাদের ভিন্ন এক ফরম রয়েছে যা Evil State নামে পরিচিত।এর কারনে তারা সুপার সাইয়ান ৩ এর পাওয়ার সম্পর্ন ব্যাবহার করতে পারে।
বি দ্রঃ গোকু SS 3 এর পাওয়ার সম্পর্ন ব্যাবহার করতে পারে না
- Modern Saiyan's
যারা আগে প্ল্যানেট সাদালা থেকে প্ল্যানেট ভেজিটাতে গিয়ে বাস করে।কিছু সংখ্যক সাইয়ান বাদে সবাই ফ্রিযার হাতে মারা যায়।এরা ancient Saiyan এর মত Super Saiyan form এর মধ্যে যেতে পারলেও Super Saiyan 3 এর power সম্পূর্ণ ব্যাবহার করতে পারে না।
- Earthling Hybrid
Frieza সবাইকে মেরে ফেললেও যারা বেঁচে ছিল এর মধ্যে Goku এবং Vegita এসে পৃথিবীতে বসবাস করে এবং এখানেই তারা পরিবার গঠন করে এবং ভবিষ্যতে তাদের সন্তান হয় যারা হাইব্রিড সাইয়ান নামে পরিচিত।যেমন : Gohan,Goten,Trunks,Bra ইত্যাদি।
- Legendary Saiyan's
বলা হয়ে থাকে যে প্রতি ১০০০ বছরে একটি করে লিজেন্ডারি সাইয়ান এর জন্ম হয়।এদের জন্ম থেকেই অন্যান্য সাইয়ান দের তুলনায় অনেক বেশি পাওয়ার থাকে।ইউনিভার্স ৭ এবং ৬ দুইটাতেই লিজেন্ডারি সাইয়ান রয়েছে।তারা নরমাল সাইয়ান দের মত সাধারণ ট্রান্সফরমেশন করতে পারে না ।তাদের ট্রান্সফরমেশন ইউনিক।তারা সবসময় দয়ালু এবং শান্ত স্বভাবের হয় কিন্তু যখন ক্ষেপে যায় তখন ওদের কাবু করা যায় না।তারা তখন অনেক ধ্বংসাত্মক হয়ে উঠে।অরিজিনাল Broly মুভিতে তা দেখতে পারবেন।Broly Goku এর নাম শুনেই অনেক ধ্বংসাত্মক হয়ে উঠে।এর কারনে ইউনিভার্স ৭ এবং ৬ দুইটাতেই তাদের ভয় করা হয়।
About them
সাইয়ান রা হল এমন এক জাতি যারা ancient সময় থেকে যোদ্ধা নামে পরিচিত ছিল এবং তারা সবসময় হিংস্র এবং অমানবিক জীবন যাপন করত।তারা সবসময় অন্যান্য প্ল্যানেট আক্রমণ করত অর্থের জন্য। ড্রাগনবল gt তে দেখানো হয়েছিল যে সাইয়ন রা হল great Ape যারা জ্ঞান আহরণ করে এবং মানুষের মত হয়ে যায়।
ভেজিটার মতে যারা পিউর সাইয়ান তাদের চুল জন্ম থেকেই একরকম থাকে।তারা প্রায় মানুষের মতই কিন্তু তাদের একটি লেজ রয়েছে।তাদের লেজ প্রচুর সেনসিটিভ।এটা আহত হলে তারা প্রচুর ব্যাথা পায়।যা ড্রাগনবল এ দেখানো হয়েছিলো।একই সাথে এর কারনে তাদের শরীর অবস হয়ে যায় এবং তাদের সকল শক্তি চলে যায়।কিন্তু ট্রেইনিং এর মাধ্যমে এটিকে বদলানো যায়।একই সাথে এই লেজের মাধ্যমেই তারা সবচাইতে শক্তিশালী ফরম (Great ape) এর মধ্যে ট্রান্সফর্ম হতে পারে।যদি এই লেজ কেটে ফেলা হয় তবুও যদি সাইয়ন রা বিপদে থাকে তবে আবার এটি আগের মত হয়ে যায় যেন সাইয়ন রা great Ape এ ট্রান্সফর্ম হতে পারে।কিন্তু তারা যদি তাদের বেস ফর্মেই great Ape এর পাওয়ার সারপাস করে ফেলে তবে আর এই লেজ হয় না।
NOTE:একমাত্র গোহানই হল হাফ ব্রিড সাইয়ন যার সিরিজের মধ্যে লেজ রয়েছে।অন্য হাফ ব্রিড Saiyan যেমন - Goten,Trunks,Bulla তাদের লেজ দেখা যায় নি।
Nature of Saiyan's
Saiyan দের সবার সভাব প্রায় একই রকম। তারা শান্তি না বরং যুদ্ধ চায়।saiyan রা অনেক অহংকারি।নিজদের সবসময় তারা মহান মনে করে।এ জন্য তারা অনেক সময় তাদের শত্রুদেরকে(Ex : Cell) চান্স দেয় যুদ্ধের সময় তাদের শক্তি বাড়াতে। তারা কিং ভেজিটা এবং প্রিন্স ভেজিটা ছাড়া কারোর প্রতি কারোর অনুভতি নেই।
Saiyan দের সবার সভাব প্রায় একই রকম। তারা শান্তি না বরং যুদ্ধ চায়।saiyan রা অনেক অহংকারি।নিজদের সবসময় তারা মহান মনে করে।এ জন্য তারা অনেক সময় তাদের শত্রুদেরকে(Ex : Cell) চান্স দেয় যুদ্ধের সময় তাদের শক্তি বাড়াতে। তারা কিং ভেজিটা এবং প্রিন্স ভেজিটা ছাড়া কারোর প্রতি কারোর অনুভতি নেই।একই সাথে তারা নিজেদের পরিবার নিয়ও ভাবে না। যেমন যখন Raditz জানতে পারে যে তার বাবা - মা- ভাই সব মারা গিয়েছে সে কোন সহানুভূতি দেখায় নি।একই বেপার ভেজিটার ক্ষেত্রেও দেখা যায়। সাইয়ান রা নিজদের রেস বাদে অন্য কোন রেস পছন্দ করে না। যার কারনে তারা হাফব্রিড অপছন্দ করে।যার কারনে ভেজিটা প্রথমে বোলমা কে বিয়ে করতে চায় নি।সে গোহানকেও পছন্দ করত না একই জিনিস ট্রানক্স এর ক্ষেত্রেও দেখা যায়।তবে ভবিষ্যৎ এ সে এ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছে।
সাইয়ানরা কারো কাছে হারার থেকে মৃত্যুকে বেশি ভাল মনে করে।তবে সব সাইয়ান দের একটি মিল রয়েছে আর তা হল শক্তিশালি কারো সাথে ফাইট করা।যা গোকুর মধ্যেও দেখা যায়। যার কারনে সে সবসময় তার চেয়ে শক্তিশালি যোদ্ধাদের খুজত এবং তাদের সাথে ফাইট করত।
❤️এছাড়া ড্রাগন বল সুপার এ বলা হয় যে সাইয়ান রা কেবল যেসব মেয়েদের ইচ্ছাশক্তি অনেক বেশি তাদের দিকেই আগ্রহ বোধ করে।(ex: Bulma/Milk)
সাইয়ানদের এনার্জি(Ki) কন্ট্রোল করার ক্ষমতা ছোট থেকেই দেখা যায়।এবং তাদের কোন ফাইটে হারানো শক্তি কিছুক্ষন বিশ্রাম নিলেই আবার ফিরে আসে।এবং বেশিরভাগ সময় এই শক্তি ডাবল বা তার ও বেশি হয়ে যায়।
সাইয়ানদের মেমরি খুবিই শার্প।তারা ছোট থেকেই সব কিছু মনে রাখতে পারে।যেমন : গোকু একবার কামেহামেহা দেখেই তা আবার করতে পেরেছিল।এছাড়া সাইয়ানরা সাধারন মানুষের তুলনায় ৩০-৪০ গুন বেশি খাবার খায়।এর কারন হল তাদের প্রচুর শক্তির প্রয়োজন হয়।টুর্নামেন্ট এএর পর মাত্র ১২ বছর বয়সে গোকু ৫০ প্লেট খাবার খাওয়ার পরেও আরো চেয়েছিল।এছাড়া সাইয়ান রা বেশি সময় খাবার ছাড়া থাকতে পারে না। আর না হলে তারা দুর্বল হয়ে পরে।সাইয়ান রা তাদের ৮০ বছর পর্যন্ত Young থাকে। এরপর আস্তে আস্তে তাদের মদ্ধে বয়সের প্রভাব শুরু হয়।
S Cell
S cell এর মাদ্ধমেই সাইয়ানরা সুপার সাইয়ান এ পরিনত হতে পারে।তবে এটি তাদের শরীরে খুবই অল্প পরিমানে থাকে।শান্ত সভাবের সাইয়ান দের মদ্ধে এই সেল আস্তে আস্তে বেশি বাড়তে থাকে।যেমন: Broly/Goku/Kale. এছাড়া এই সেল বাড়ানোর জন্য আশেপাশের পরিবেশের ও প্রভাব রয়েছে।কেবল শান্ত পরিবেশেই এই সেল দ্রুত বাড়ে।যেমন : গোকুর ট্রেনিং নেয়ার স্থান সব গুলোই শান্ত পরিবেশে ছিল।যার কারনে তার S cell দ্রুত বেড়েছিল।অন্যদিকে প্লানেট ভেজিটার পরিবেশ খারাপ থাকায় তাদের S cell এর পরিমান নাই বললেই চলে।এছাড়া ট্রেনিং এর মাদ্ধমে এই সেল বাড়ানো যায়।যখন পর্যাপ্ত পরিমানে এই সেল হয় তখন সাইয়ান রা তাদের পিঠের মদ্ধে তাদের সকল এনার্জি ফোকাস করে চুলকানোর মত করে এবং তারা সুপারর সাইয়ান এ পরিনত হয়।একবার হতে পারলে তারা যেকোন সময় আবার সুপার সাইয়ান হতে পারে।কিন্তু যাদের প্রয়োজন এর চেয়েও বেশি সেল রয়েছে তারা এই পদ্ধতি বাদেই সুপার সাইয়ান হতে পারে।হাফব্রিড সাইয়ান রা তাদের পিতা মাতা থেকে এই সেল গ্রহন করে।
Saiyan's Transformations
গ্রেট এপ : যখন তারা ফুল মুন দেখে তখন তারা এটিতে পরিনত হয়।প্রায় সব সাইয়ান যাদের লেজ আছে তারা এই ফর্মে যেতে পারে।এই ফর্মে তাদের শক্তি অনেক গুণ বেড়ে যায়।
Super Saiyan :এটি সাধারন সাইয়ান এর প্রথম ফর্ম। কিন্তু এটি আয়ত্ত করা খুবই কঠিন। এটি তাদের স্পিড,শক্তি,সেন্স প্রচুর বাড়িয়ে দেয়।
Super Saiyan 2 : প্রথম আত্মপ্রকাশের সময় সুপার সাইয়ান পঞ্চম গ্রেড হিসাবে উল্লেখ করা হয়েছিল, এটি প্রথম সুপার সাইয়ান রূপান্তরের সরাসরি উত্তরসূরি । এটি চেহারা এবং শক্তির মূল রূপের সাথে খুব মিল। তবে এর পাওয়ার আউটপুট অনেক বেশি। গতি, শক্তি এবং শক্তি আউটপুট সবই মারাত্মকভাবে বৃদ্ধি পায়।
গোহান হলো প্রথম ব্যক্তি যে মাঙ্গা এবং অ্যানিমে ফর্মটি অর্জন করেন এবং সেল গেমসে সেলের বিরুদ্ধে লড়াই করার সময় সে এটি ব্যবহার করেন । গোকু , ভেজিটা এবং ফিউচার ট্রাঙ্কস শীঘ্রই এর পর এটি আয়ত্ত করে। গোকু অন্য বিশ্বে এটি অর্জনের জন্য প্রশিক্ষণ নেয় , যখন ভেজিটা এবং ফিউচার ট্রাঙ্ক উভয়ই পৃথিবীতে প্রশিক্ষণের মাধ্যমে এই ফর্মে পৌঁছায় ।
এনিমেতে , কলিফলা সুপার সাইয়ান হওয়ার পরই এই রূপটি অর্জন করে, তাকে মূল সিরিজে প্রথম মহিলা সুপার সাইয়ান 2 হিসেবে দেখানো হয়।
Super Saiyan God : এটি আয়ত্ত করার কিছু পদ্ধতি রয়েছে।এর মধ্যে একটি হল ৬ জন সাইয়ানরা মিলে একজনকে তাদের শক্তি দিবে।এই ফর্ম লাভ করা খুবই কঠিন। এবং মাত্র ৩ জন এই ফর্ম লাভ করতে পেরেছে।এই ফর্ম এর পাওয়ার ধরে রেখে যদি কেও সুপার সাইয়ান হতে পারে তাহলে সে আর বেশি শক্তিশালি হয় এবং সুপার সাইয়ান ব্লু তে পরিনত হয়।
Golden Great Ape : একজন সাইয়ান যখন সুপার সাইয়ান এবং গ্রেট এপ একসাথে হয় তখন সে গোল্ডেন গ্রেট এপ এ পরিনত হয়।
Physical Powers of Saiyan's (Goku)
একজন সাইয়ান হিসেবে, গোকু অতিমানবীয় দৈহিক গুণাবলীর একটি বিশাল সারির অধিকারী, যা সে বছরের পর বছর কঠোর প্রশিক্ষণের মাধ্যমে গডলি লেভেলে প্রশিক্ষিত করেছে।
অতিমানবীয় শক্তি : সাইয়ান হিসাবে, গোকু অনেক শারীরিক শক্তির অধিকারী। সে অনায়াসে সমস্ত পৃথিবীর তৈরি সামগ্রী বা অস্ত্র ভাঙ্গার জন্য যথেষ্ট শক্তিশালী। তার শারীরিক শক্তি এত বেশি যে সে 100% ফাইনাল ফর্ম এ ফ্রিজা কেও ভালো ক্ষতি করতে পেরেছিল।
অতিমানবীয় গতি : গোকু অনেক দ্রুত গতিতে চলতে/প্রতিক্রিয়া করতে পারে, যাকে আলোর গতির চেয়ে ব্যাপকভাবে দ্রুত দেখানো হয়েছে এবং হাইপারসনিক গতিতে উড়তে পারে,সে অল্প সময়ের মধ্যে দুর্দান্ত দূরত্ব ভ্রমণ করতে সক্ষম, বা যুদ্ধের সময় "আনট্র্যাকেবল" গতিতে চলতে সক্ষম।
অতিমানবীয় স্থায়িত্ব : গোকুর দেহ সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি টেকসই।
অতিমানবীয় সংবেদনশীলতা : গোকু অত্যন্ত উচ্চ গতিতে চিন্তা করতে এবং প্রতিক্রিয়া জানাতে সক্ষম, সহজেই অস্ত্র থেকে ছোড়া প্রজেক্টাইলকে ফাঁকি দিতে বা ধরতে সক্ষম, এমনকি তার বিরোধীদের কাছ থেকে অবিশ্বাস্য যুদ্ধের গতিও বজায় রাখতে সক্ষম। সাইয়ান হিসাবে, গোকুও ঘ্রাণ, স্বাদ এবং দৃষ্টিশক্তির উন্নত, যা তার যুদ্ধের ইন্দ্রিয় এবং প্রবৃত্তিকে আরও বাড়িয়ে তোলে।
Super Power of Saiyan's (Goku)
ফ্লাইট - কি এর কারসাজির মাধ্যমে উড়তে পাওয়ার ক্ষমতা। যাইহোক, একজন সায়ান হিসাবে, গোকু সহজেই উড়তে পারে।
Mimicry - গোকু অন্য যোদ্ধাদের কৌশল শুধুমাত্র একবার দেখার পর তাৎক্ষণিকভাবে কৌশল শিখতে সক্ষম। সে মাস্টার রোশির কামেহামেহা (যা রুশি বিকাশ করতে 50 বছর সময় নিয়েছিল)। পাশাপাশি অন্যান্য কৌশল যেমন ড্রঙ্কেন ফিস্ট এবং পরে সে রাজা চ্যাপার আট-বাহুর মুষ্টি সম্পাদনকরতে শিখেছিল।
টেলিপ্যাথি - নিজের মন ব্যবহার করে অন্যদের সাথে যোগাযোগ করার একটি উপায়। ব্যবহারকারীরা টেলিপ্যাথিক ইভড্রপিংয়ের মতো যাদের সাথে তারা যোগাযোগ করেন তাদের মনও পড়তে পারেন। রাজা কাইয়ের সাথে তার সময়কালে, গোকু এই ক্ষমতাটি শিখেছিল এবং তাদের মাথায় তার হাতের তালু রেখে কীভাবে অন্যের মন পড়তে হয় তা শিখিয়েছিল।
কামেহামেহা – গোকুর স্বাক্ষর আক্রমণ। দুটি হাত দিয়ে প্রচুর পরিমাণে কি কেন্দ্রীভূত করার পরে একটি শক্তিশালী কি বিস্ফোরণ। ফায়ার মাউন্টেনে আগুন নিভানোর জন্য রোশিকে এটি ব্যবহার করতে দেখে গোকু প্রথম এই কৌশলটি শিখেছিল।
স্পিরিট বোমা - স্পিরিট বোমার ব্যবহারকারীরা সেই শক্তিকে ধ্বংসাত্মক শক্তির বিশাল গোলক হিসাবে পরিচালনা করার জন্য আশেপাশের সমস্ত নির্বাচিত জীবন ফর্ম এবং জড় বস্তু থেকে বিপুল পরিমাণ শক্তি সংগ্রহ করে।
Kaio-ken - একটি কৌশল যা "হার্ট বিট"-এর জন্য ব্যবহারকারীর কি-কে বহুগুণ করে। এইভাবে তার/তার শক্তি এবং গতি বৃদ্ধি করে এবং তাকে/তাকে তার থেকে যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষকে গুরুতর ক্ষতি করতে সক্ষম করে। যাইহোক, কাইও-কেনের নেতিবাচক দিক হল যে এটি ব্যবহারকারীর শরীরের উপর একটি ভারী টোল নেয়, যা তাদেরকে শত্রুর আক্রমণের জন্য আরও ঝুঁকিপূর্ণ করে তোলে।
আফটারইমেজ টেকনিক - এত দ্রুত গতিতে সরানোর ক্ষমতা যাতে ব্যবহারকারীর একটি ছবি পিছনে পড়ে যায়।
তাত্ক্ষণিক ট্রান্সমিশন - অবিলম্বে দীর্ঘ দূরত্ব ভ্রমণের জন্য একটি কৌশল। এই ক্রিয়াটি সাধারণত ব্যবহারকারী তার কপালে তার তর্জনী এবং মাঝের আঙ্গুলগুলির মাধ্যেমে মনোনিবেশ করে করা যায়।যদিও অতিরিক্ত সময় নেওয়া হলে হাতের এই সহায়তা ছাড়াই কৌশলটি সম্পাদন করা যেতে পারে।
আজ এই পর্যন্তই।আশা করি সবার পড়ে ভালো লাগবে।কোনো সাজেশন এর জন্য নিচে কমেন্ট করুন।
আমাদের ফেসবুক গ্রুপ এর মধ্যেও আপনি যোগ দিয়ে আমাদের সাহায্য করতে পারেন।
😌
😁
⭐
��