কিভাবে মার্ভেল,ডিসি এর কমিক পড়বেন মোবাইল এর মাধ্যেমে ফ্রীতে?
09.03.2022
NERDY OTAKU
Overview
প্রথমেই বলে রাখা ভালো এটা কোনো লিগ্যাল পদ্ধতি নয়।এই পোষ্ট শুধুমাত্র শিক্ষামূলক ভাবে শিখানোর জন্য তৈরি।আমরা সবসময়ই লিগ্যাল ভাবে পড়ার জন্য সবাইকে উৎসাহিত করে থাকি।
এর মাধ্যমে আপনারা সহজেই মোবাইলে কমিকস পড়তে পারবেন একদম বিনা খরচে অনলাইনে বা অফলাইনে।এর জন্য শুধু আপনার দরকার একটি ভালো ইন্টারনেট সংযোগ আর একটি অ্যাপ কমিকস পড়ার জন্য। অনলাইনে পড়তে চাইলে অ্যাপস এর দরকার নেই।
Steps
ওয়েবসাইটে প্রবেশ
ফ্রীতে কমিকস পড়ার জন্য আপনাকে প্রথমে যেতে হবে Get Comics ওয়েবসাইটে।
পছন্দের কমিকের নাম
এর পর আপনারা আপনাদের পছন্দের কমিক এর নাম উপরের মেনু বাটনে গিয়ে সার্চ বাটনে গিয়ে সার্চ করুন।
কমিক সিলেকশন
এরপর আপনার পছন্দের কমিক এর নামের উপর ক্লিক করুন।আপনি এর নিচে কমিক এর সাইজ এবং ডিস্ক্রিপশনও দেখতে পারবেন।
ডাওনলোড
এরপর স্ক্রল করে নিচে গেলে ডাওনলোড অপশন গুলো দেখতে পারবেন।আপনি চাইলে অন্যান্য সাইটও ইউজ করে ডাওনলোড করতে পারবেন বা যদি অনলাইনে পড়তে চান তাহলে "Read Online" এ ক্লিক করে অনলাইনেই পড়তে পারেন।
মোবাইলে পড়া
এখন যদি আপনি মোবাইলে কোনো প্রকার এড এর ঝামেলা ছাড়া পড়তে চান তাহলে কমিকটি ডাওনলোড করুন এবং Play Store থেকে গিয়ে "Perfect Viewer" অ্যাপ টি ডাওনলোড করুন।
অ্যাপ সেট আপ
অ্যাপ এর সেটিংস সম্পর্কে বেশি কিছু না বলে কি কি করতে হবে তা শুধু বলে দিলাম।
- অ্যাপ টি ওপেন করুন এবং এসব অপশন আসলে শুধু মার্ক করা অপশন গুলোই সিলেক্ট করুন বা আপনি আপনার পছন্দের স্টাইলও বেছে নিতে পারেন।এখানে গুরুত্বপুর্ণ সেটিংস গুলো স্ক্রিনশট সহ দেওয়া আছে।
- আমার মতে এখানে ভার্টিক্যাল স্ক্রলিং মোড টাই পারফেক্ট কমিকস পড়ার জন্য।
- যেহেতু কমিকস পড়বেন তাই কমিকস মোড এড করুন।
- এর পর আপনার যেই স্থানে কমিক টি ডাওনলোড করেছেন সেই ফাইলটি সিলেক্ট করুন।
- ফাইলগুলো কিছুক্ষণের মধ্যেই স্ক্যান হয়ে যাবে।
- এইখানে Viewer এর পরিবর্তে My Bookshelf চয়েজ করলে বেশি সুবিধা পাওয়া যাবে।
- বাকিগুলো ডিফল্ট এই রেখে দিন এবং আবার Finish বাটনে ক্লিক করুন।
- এরপর অ্যাপ এ আবার প্রবেশ করুন এবং আপনি যেই কমিক পড়তে চান সেটি সিলেক্ট করুন।
- এভাবে আপনি খুব সহজেই অনলাইনে এবং অফলাইনে দুই ভাবেই কমিক পড়তে পারবেন মোবাইল এর সাহায্যেই।
আশা করি এর মাধ্যমে সবাই কমিক পড়তে পারবেন।কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্ট এর মাধ্যমে জানাতে পারেন বা আমাদের ফেসবুক গ্রুপে এ নিয়ে পোষ্ট করতে পারেন।
আমাদের ফেসবুক গ্রুপ - Bangladesh Manga Readers
আমাদের ইউটিউব চ্যানেল - Nerdy Otaku
আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যাট - Nerdy Otaku