মাঙ্গা কী এবং কোথায় পড়বেন?

                                  Nerdy

Otaku


How to read Manga for free?

মাঙ্গা পড়তে চাচ্ছেন?

কিন্তু কোথায় পড়বেন খোঁজে পাচ্ছেন না?এই পোষ্টটি শুধুমাত্র নতুনদের জন্য যারা মাঙ্গা পড়তে চাচ্ছে।এখানে শুধুমাত্র নতুন পড়ুয়াদের উদ্দেশ্য করে লিখা হয়েছে তবে আপনি চাইলে আপনিও পড়তে পারেন।

আরো তথ্য বা যেকোন সাহায্যের জন্য আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিতে পারেন - Bangladesh Manga Readers

মাঙ্গা সম্পর্কিত কিছু তথ্য

মাঙ্গা মূলত জাপানে তৈরি এবং প্রকাশিত বিভিন্ন কমিক বই এবং গ্রাফিক উপন্যাসের জন্য একটি ছাতা শব্দ। আমেরিকান কমিক বইগুলির উল্টো, যা সাধারণত সম্পূর্ণ রঙে মুদ্রিত হয়, জাপানি মাঙ্গাগুলো প্রায় সবসময় সাদা কালো প্রকাশিত হয়। ফুল-কালার প্রিন্টগুলি প্রায়শই শুধুমাত্র বিশেষ প্রকাশের জন্য ব্যবহৃত হয়।

জাপানি মাঙ্গা বাম থেকে ডানের পরিবর্তে ডান থেকে বামে পড়া হয়, যা ইংরেজি ভাষার প্রকাশনার উল্টো। আপনি যদি শুধুমাত্র ইংরেজি প্রকাশনাগুলি পড়ে থাকেন তবে এতে অভ্যস্ত হতে কিছুটা সময় নিতে পারে, তবে যথেষ্ট অনুশীলন করার পরে আপনি এই সমস্যা খুব কমই লক্ষ্য করবেন।

মাঙার প্রকারভেদ

মাঙ্গাকে বেশিরভাগ ক্ষেত্রেই শ্রেণীবদ্ধ করা যেতে পারে কেবল জেনার অনুযায়ী নয় বরং দর্শকের বয়সের বা স্বাদের ভিত্তিতে।যাকে sub genre বলা যায়।এই sub genre গুলোর লক্ষ্য নিয়ে জানা ভালো।

সিনেন : এটি হল তরুণ প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য মাঙ্গা। বের্সার্ক , ভ্যাগাবন্ড এবং টোকিও গৌলের মতো জিনিস, যেগুলি প্রাপ্তবয়স্কদের জন্য।জঘন্য থিম এবং প্রায়শই অযৌক্তিক যৌনতা এবং সহিংসতা থাকে এই sub genre এ ৷

জৌসেই - এটি বয়স্ক মহিলাদের এবং বয়স্ক কিশোরী মেয়েদের জন্য মাঙ্গা।যেমন : বানি ড্রপ , নোডাম ক্যানটাবিল এবং প্যারাডাইস কিস।

শোজো - এটি মাঙ্গা প্রাথমিকভাবে কিশোরী মহিলাদের লক্ষ্য করে (যদিও সব বয়সের লোকেরা এখনও এই ধরণের মাঙ্গা পড়ে)।অরেঞ্জ , ফ্রম মি টু ইউ , এবং ভ্যাম্পায়ার নাইটের মতো মাঙ্গা গুলো রয়েছে এই sub genre এ।

শোনেন – এটি প্রাথমিকভাবে টিনএজ ছেলেদের জন্য মাঙ্গা।যদিও আবার এটি প্রায় সব ধরনের বয়সের মানুষেরাই পড়ে থাকে।নারুটো , ওয়ান পিস এবং ডেথ নোটের মতো মাঙ্গা গুলো।

কোডোমো - এটি বাচ্চাদের জন্য মাঙ্গা।ডোরেমন , পোকেমন এবং হ্যালো কিটির মতো মাঙ্গা ।

মাঙ্গা পড়ার ওয়েবসাইট ও অ্যাপস।    

মাঙ্গা ফ্রীতে পড়ার জন্য এখনো অনেক ওয়েবসাইট তৈরি হয় নি।আপনি আমাজন বা অন্যান্য ওয়েবসাইট যেমন Crunchyroll থেকে মাঙ্গা কিনে পড়তে পারবেন।আবার ফ্রীতে পড়তে চাইলে এবং যদি মাঙ্গা লেখকদের সাহায্য করতে চান থাকলে মাঙ্গা প্লাস ব্যাবহার করতে পারেন।এই অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে লিগ্যাল ভাবে আপনি মাঙ্গা পড়তে পারবেন।এছাড়াও আরো অনেক অ্যাপ রয়েছে যারা এরকম সুবিধা দিয়ে থাকে কিন্তু আজ তাদেরকে নিয়ে নয় বরং কিছু ওয়েবসাইট নিয়ে কথা বলব যাতে আপনারা সহজেই মাঙ্গা পড়তে পারবেন।

এই সব ওয়েবসাইট গুলো কোনো লিগ্যাল পদ্ধতি নয়।লিগ্যাল ভাবে পড়তে চাইলে লিগ্যাল সাইট গুলো ব্যাবহার করার জন্য উৎসাহিত করা হল।

মাঙ্গা পড়ার সাইট >

নিচে শুধু সাইটের নাম দেওয়া হল।সাইটের নামে ক্লিক করলে আপনি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন।আর যেসব সাইটে অতিরিক্ত এড দেয় সেসব সাইটে কোনো এডব্লকার ব্যাবহার করতে পারেন।

আমাদের Discord Server এ সাইট সহ অন্যান্য অ্যাপ এর লিংক এবং এই নিয়ে বিস্তারিত দেওয়া আছে।তাই আপনারা আমাদের সার্ভার এ জয়েন হয়ে আরো সহজে এইসব সাইট সহ অন্যান্য সাইট ও ইউজ করতে পারবেন।


আমাদের সার্ভার লিংক : Click to join

Manga Plus

Crunchyroll

Manga Kakalot

Manga Owl

Readm

BATO

ComicWalker

MangaEden

Mangajar

MangaPark

Mangago

Manga Panda

Manga Here

Manga Freak



Post a Comment

Previous Post Next Post